সামাজিক সম্প্রীতি সভার কার্য্য বিবরণী বহি
প্রতিষ্ঠানের নামঃ তন্তর ইউনিয়ন পরিষদ
সভা অনুষ্ঠানের স্থান/ঠিকানাঃ তন্তর ইউপি সভাকক্ষ
সময়ঃ ০৩:০০ টা হইতে ০৪:০০ পর্যন্ত…......তাং ০৩/১০/২০২৪ ইং
সামাজিক - সম্প্রীতি কমিটির হাজিরা বহি
ক্র. নং |
নাম |
পদবী |
কমিটিতে পদবী |
স্বাক্ষর |
মন্তব্য |
০১ |
মোঃ আলী আকবর |
চেয়ারম্যান |
সভাপতি |
স্বাক্ষরিত
|
|
০২ |
কামরুন নাহার চৌধুরী |
সদস্য ০১নং সংরক্ষিত আসন |
সদস্য |
স্বাক্ষরিত |
|
০৩ |
আলেয়া বেগম |
সদস্য ০২নং সংরক্ষিত আসন |
সদস্য |
স্বাক্ষরিত |
|
০৪ |
পারভীন সুলতানা |
সদস্য ০৩ নং সংরক্ষিত আসন |
সদস্য |
স্বাক্ষরিত |
|
০৫ |
শহিদুল ইসলাম |
সদস্য ০১ নং ওয়ার্ড |
সদস্য |
স্বাক্ষরিত |
|
০৬ |
হুমায়ুন শিকদার |
সদস্য ০২ নং ওয়ার্ড |
সদস্য |
স্বাক্ষরিত |
|
০৭ |
মোঃ আলমগীর হোসেন |
সদস্য ০৩ নং ওয়ার্ড |
সদস্য |
স্বাক্ষরিত |
|
০৮ |
আঃ আজিজ শিকদার |
সদস্য ০৪ নং ওয়ার্ড |
সদস্য |
স্বাক্ষরিত |
|
০৯ |
মোঃ সাজ্জাদ হোসেন |
সদস্য ০৫ নং ওয়ার্ড |
সদস্য |
স্বাক্ষরিত |
|
১০ |
আবুল হোসেন |
সদস্য ০৬ নং ওয়ার্ড |
সদস্য |
স্বাক্ষরিত |
|
১১ |
মাহমুদ ইউসুফ সাগর |
সদস্য ০৭ নং ওয়ার্ড |
সদস্য |
স্বাক্ষরিত |
|
১২ |
মোঃ সফিকুল ইসলাম (মিঠূ) |
সদস্য ০৮ নং ওয়ার্ড |
সদস্য |
স্বাক্ষরিত |
|
১৩ |
মোঃ মামুন |
সদস্য ০৯ নং ওয়ার্ড |
সদস্য |
স্বাক্ষরিত |
|
১৪ |
আঃ বারেক শেখ |
বীর মুক্তিযোদ্ধা |
সদস্য |
স্বাক্ষরিত |
|
১৫ |
মিজানুর রহমান |
স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক |
সদস্য |
স্বাক্ষরিত |
|
১৬ |
মোঃ নুরুল আমিন |
স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক |
সদস্য |
স্বাক্ষরিত |
|
১৭ |
মোঃ রেজাউল ইসলাম |
স্থানীয় মাদ্রাসার শিক্ষক |
সদস্য |
স্বাক্ষরিত |
|
১৮ |
আঃ লতিফ আতাহারী |
স্থানীয় মাদ্রাসার শিক্ষক |
সদস্য |
স্বাক্ষরিত |
|
১৯ |
হাফেজ জাবের হোসেন রহমানী |
স্থানীয় মসজিদের ইমাম |
সদস্য |
স্বাক্ষরিত |
|
২০ |
হাফেজ মেজবাহ্ উদ্দিন |
স্থানীয় মসজিদের ইমাম |
সদস্য |
স্বাক্ষরিত |
|
২১ |
রাম গোপাল দাস |
স্থানীয় মন্দির/গীর্জার প্রতিনিধি |
সদস্য |
স্বাক্ষরিত |
|
২২ |
বিমল দাস |
স্থানীয় মন্দির/গীর্জার প্রতিনিধি |
সদস্য |
স্বাক্ষরিত |
|
২৩ |
পবিত্র দাস |
স্থানীয় মন্দির/গীর্জার প্রতিনিধি |
সদস্য |
স্বাক্ষরিত |
|
২৪ |
মোঃ আজিজুল হক দুলাল |
স্থানীয় গন্যমান্য ব্যক্তি |
সদস্য |
স্বাক্ষরিত |
|
২৫ |
মোঃ বিল্লাল শেখ |
স্থানীয় গন্যমান্য ব্যক্তি |
সদস্য |
স্বাক্ষরিত |
|
২৬ |
মোঃ সেলিম ঢালী |
স্থানীয় গন্যমান্য ব্যক্তি |
সদস্য |
স্বাক্ষরিত |
|
২৭ |
সিফাত উল্লাহ ইমন |
কলেজ/বিশ্ববিদ্যালয়ের ছাত্র/ছাত্রী |
সদস্য |
স্বাক্ষরিত |
|
২৮ |
মণিষা দাস |
কলেজ/বিশ্ববিদ্যালয়ের ছাত্র/ছাত্রী |
সদস্য |
স্বাক্ষরিত |
|
২৯ |
তাছলিমা বেগম |
নারী প্রতিনিধি |
সদস্য |
স্বাক্ষরিত |
|
৩০ |
হালিমা বেগম |
নারী প্রতিনিধি |
সদস্য |
স্বাক্ষরিত |
|
৩১ |
মোঃ আনোয়ার হোসেন |
এসআই/এএসআই |
সদস্য |
স্বাক্ষরিত |
|
৩২ |
মোঃ সোহেল রানা |
ইউপি সচিব |
সদস্য সচিব |
স্বাক্ষরিত |
|
৩৩ |
আমিনুর ইসলাম |
উপজেলা কতৃক মনোনীত উপজেলা পর্যায়ের কর্মকর্তা |
সদস্য |
স্বাক্ষরিত |
|
অধিবেশনের আলোচ্য বিষয় সমূহঃ
১। বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন প্রসঙ্গে।
২। আসন্ন শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতকরণ সম্পর্কে আলোচনা।
৩। সকল ধর্মীয় উৎসব উদযাপনের পরিবেশ সর্ম্পকে আলোচনা ।
৪। বিবিধ।
সামাজিক - সম্প্রীতি কমিটি”র সভার মন্তব্য:
ক্রমিক নং |
আলোচ্যসূচী |
আলোচনা |
সিদ্ধান্ত |
দায়িত্বপ্রাপ্ত সংস্থা/ব্যক্তি |
০১ |
কোরআন তেলাওয়াত |
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তন্তর ইউ.পি সদস্য ০৪ নং ওয়ার্ড আঃ আজিজ শিকদার।
|
|
|
০২ |
বিগত সভার কার্যবিবরনী পাঠ ও অনুমোদন প্রসঙ্গে। |
অদ্যকার সভার শুরুতে বিগত সভার কার্যবিবরনী পাঠ করে শুনান অত্র কমিটির সদস্য সচিব জনাব মোঃ সোহেল রানা।
|
বিগত সভার কার্যবিবরী সর্বসম্মতক্রমে অনুমোদিত। |
কমিটির সকল সদস্য |
০৩ |
আসন্ন শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতকরণ সম্পর্কে আলোচনা। |
সভাপতি মহোদয় সামাজিক সম্প্রীতি সম্পর্কে কথা বলতে গিয়ে জানান যে, আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে বিভিন্ন পূজা মণ্ডপ ও প্রতীমা বিসর্জনের স্থানে নিরাপত্তা নিশ্চিতকরণ-সহ যেকোনো ধরণের অনাকাঙ্খিত পরিস্থিতি প্রতিহতকরণের লক্ষ্যে আমাদের সবাই সচেষ্ট থাকতে হবে। আমাদের প্রত্যেক ওয়ার্ড সদস্যকে সব সময় পূজা মন্ডপের খবরাখবর রাখতে হবে। কোন পূজা মন্ডপে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই আমাদের ইউনিয়নের প্রতিটি পূজা মন্ডপে সবোর্চ্চ নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে সিসি ক্যামেরা স্থাপন ও সার্বক্ষনিক টহল দেওয়ার জন্য গ্রাম পুলিশ মোতায়েন করতে হবে। কোন ধরনের অপ্রীাতকর ঘটনা ঘটলে সাথে উপজেলা প্রশাসন, অফিসার ইনচার্জ, শ্রীনগর থানা ও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা-কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানাতে হবে। |
আসন্ন শারদীয় দুর্গোৎসবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে সিসি ক্যামেরা স্থাপন ও সার্বক্ষনিক টহল দেওয়ার জন্য গ্রাম পুলিশ মোতায়েন করার সিদ্ধান্ত গৃহিত হয়। |
|
০৪ |
সকল ধর্মীয় উৎসব উদযাপনের পরিবেশ সর্ম্পকে আলোচনা |
সভাপতি মহোদয় বলেন যে, যথাযথ উৎসাহ উদ্দীপনার মাধ্যমে সকল ধর্মীয় উৎসব উদযাপনের পরিবেশ বজায় রাখতে যথাযথ কার্যক্রম ও পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিভিন্ন ধর্মের শান্তি ও সৌহার্দের বাণীসমূহ ব্যাপক প্রচারের ব্যবস্থাগ্রহণ-সহ ধর্মীয় উগ্রবাদ, জঙ্গীবাদ, সহিংসতা ও সন্ত্রাসবাদকে প্রতিহত করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রচার ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়। সামাজিক-সম্প্রীতির ব্যঘাত কিংবা উগ্রতার উদ্রেক ঘটাতে পারে এমন তথ্য প্রচারে সতকর্তা বজায় রাখার জন্য মসজিদসমূহের ইমাম ও মসজিদ সংশ্লিষ্ট সকলকে এ বিষয়টি অবগত করার ব্যাপারটি প্রতিটি ওয়ার্ডের সদস্যগণ ও গ্রামপুলিশ নিশ্চিত করবেন। উপস্থিত সকল সদস্যগণ ধর্মীয় সকল উৎসব উদযাপনের পরিবেশ বজায় রাখতে যথাযথ কার্যক্রম ও পদক্ষেপ গ্রহণ করার প্রতিশ্রুতি দেন।
|
সাম্প্রদায়িক মনোভাব দূর করে যথাযথ উৎসাহ উদ্দীপনার মাধ্যমে সকল ধর্মীয় উৎসব উদযাপনের পরিবেশ বজায় রাখতে যথাযথ কার্যক্রম ও পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। |
ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও ইউনিয়ন পরিষদ। |
০৫ |
সভার সমাপ্তি ঘোষণা। |
অদ্যকার সভায় আর কোন আলোচনা না থাকায় সভাপতি মহোদয় উপস্থিত সকল সদস্যদের শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করিয়া অদ্য সভা সমাপ্তি ঘোষনা করেন।
|
|
সভাপতি সাহেব |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস