তন্তর ইউনিয়ন পরিষদের নভেম্বর/২০২৪ খ্রিঃ মাসের
মাসিক সভার কার্যবিবরণী
প্রতিষ্ঠানের নামঃ তন্তর ইউনিয়ন পরিষদ
সভা অনুষ্ঠানের স্থান/ঠিকানাঃ তন্তর ইউপি সভাকক্ষ
সময়ঃ বেলা ১২.০০, তাং ১১/১১/২০২৪ ইং
ক্রমিক নং |
নাম |
পদবী |
ঠিকানা |
স্বাক্ষর |
মন্তব্য |
১ |
মোঃ আলী আকবর |
চেয়ারম্যান |
তন্তর |
স্বাক্ষরিত |
|
২ |
কামরুন নাহার চৌধুরী |
সদস্য |
সংরক্ষিত ১,২,৩ নং ওয়ার্ড |
স্বাক্ষরিত |
|
৩ |
আলেয়া বেগম |
সদস্য |
সংরক্ষিত ৪,৫,৬ নং ওয়ার্ড |
স্বাক্ষরিত |
|
৪ |
পারভীন সুলতানা |
সদস্য |
সংরক্ষিত ৭,৮,৯ নং ওয়ার্ড |
স্বাক্ষরিত |
|
৫ |
শহিদুল ইসলাম |
সদস্য |
সিংপাড়া ১ নং ওয়ার্ড |
স্বাক্ষরিত |
|
৬ |
হুমায়ুন শিকদার |
সদস্য |
সিংপাড়া ২ নং ওয়াড |
স্বাক্ষরিত |
|
৭ |
মোঃ আলমগীর হোসেন |
সদস্য |
সোন্ধারদিয়া ৩ নং ওয়ার্ড |
স্বাক্ষরিত |
|
৮ |
আঃ আজিজ শিকদার |
সদস্য |
ব্রাহ্মনখোলা ৪ নং ওয়ার্ড |
স্বাক্ষরিত |
|
৯ |
মোঃ সাজ্জাদ হোসেন |
সদস্য |
পানিয়া ৫ নং ওয়ার্ড |
স্বাক্ষরিত |
|
১০ |
আবুল হোসেন |
সদস্য |
রুসদী ০৬ নং ওয়াড |
স্বাক্ষরিত |
|
১১ |
মাহমুদ ইউসুফ সাগর |
সদস্য |
তন্তর ৭নং ওয়ার্ড |
স্বাক্ষরিত |
|
১২ |
মোঃ সফিকুল ইসলাম (মিঠূ) |
সদস্য |
পাড়াগাঁও ৮ নং ওয়ার্ড |
স্বাক্ষরিত |
|
১৩ |
মোঃ মামুন |
সদস্য |
পাড়াগাঁও ৯ নং ওয়ার্ড |
স্বাক্ষরিত |
|
অধিবেশনের আলোচ্য বিষয় সমূহঃ
১। বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন প্রসঙ্গে আলোচনা। ।
২। ডিডব্লিওবি উপকারভোগী বরাদ্দ প্রসঙ্গে আলোচনা।
৩। আইন-শৃঙ্খলা রক্ষায় গ্রামপুলিশদের তৎপরতা ও অভিযান অব্যাহত রাখার প্রসঙ্গে আলোচনা।
৪। বিবিধ।
ক্র. নং |
আলোচ্য সূচী |
আলোচনা |
সিদ্ধান্ত |
দায়িত্ব প্রাপ্ত সংস্থা/ব্যক্তি |
০১ |
গত সভার কার্য বিবরনী পাঠ ও অনুমোদন ।
|
অদ্যকার সভার শুরুতে বিগত সভার কার্যবিবরনী পাঠ করে শুনান অত্র কমিটির সদস্য সচিব জনাব মোঃ সোহেল রানা। |
বিগত সভার কার্যবিবরী সর্বসম্মতক্রমে অনুমোদিত। |
কমিটির সকল সদস্য |
০২ |
ডিডব্লিওবি উপকারভোগী বরাদ্দ প্রসঙ্গে আলোচনা। |
ডিডব্লিওবি উপকারভোগী বরাদ্দ প্রসঙ্গে আলোচনা করার জন্য সভাপতি সাহেব উপস্থিত সদস্যবৃন্দের আহবান করেন। তিনি জানান যে, অত্র তন্তর ইউনিয়ন পরিষদের অনুকূলে ১০২ জন ডিডব্লিওবি উপকারভোগী বরাদ্দ পাওয়া গিয়েছে। উক্ত নামের তালিকা যথাযথ নিয়ম মোতাবেক প্রনয়ন এবং যথাযথ কর্তৃপক্ষ অনুমোদন পূর্বক যথাযথ কর্তৃপক্ষ বরাবর দাখিল করতে হবে। তিনি আরোও বলেন যে, ডিডব্লিওবি উপকারভোগীর আবেদন অত্র পরিষদ কর্তৃক সরবরাহকৃত আবেদনপত্র অনুযায়ী গ্রহন করে তাহা অনলাইনে এন্ট্রি করে এবং যথোপযুক্ত কর্মকর্তাদের উপস্থিতিতে আবেদনকারীদের যোগ্যতা যাচাই বাছাই করে চূড়ান্ত তালিকা প্রনয়ন করা যথাযথ কর্তৃপক্ষ বরাবর দাখিল করতে হবে। |
উপস্থিত সদস্যবৃন্দ সভাপতি মহোদয়ের আলোচনান্তে বিধি মোতাবেক তালিকাকৃত সংযুক্ত ছকে ১০২ জন ডিডব্লিওবি উপকারভোগীর নামের তালিকা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক চূড়ান্ত অনুমোদন লাভের নিমিত্তে যথাযথ কর্তৃপক্ষ বরাবর দাখিল করার জন্য অদ্য সভার সভাপতি মহোদয়কে সর্বসম্মতিক্রমে অনুরোধ করেন। |
তন্তর ইউপির সকল সদস্য ও ইউনিয়ন পরিষদ। |
০৩ |
আইন-শৃঙ্খলা রক্ষায় গ্রামপুলিশদের তৎপরতা ও অভিযান অব্যাহত রাখার প্রসঙ্গে।
|
সভায় সভাপতি মহোদয় আইন-শৃঙ্খলা রক্ষার বিষয়ে কথা বলতে গিয়ে জানান যে, দেশের এই ক্রান্তিকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার স্বার্থে গ্রামপুলিশদের সর্বদা তৎপর থাকা ও এলাকার দুর্গম ও বিপদজনক স্থানে গ্রামপুলিশের অভিযান অব্যাহত রাখা এবং অনাকাঙ্খিত কোন ঘটনা ঘটলে তৎক্ষনাৎ থানায় তথ্য প্রদান করা। এছাড়াও আনসার-ভিডিপির সদস্যগণদের এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বদা সজাগ দৃষ্টি রাখতে হবে। যাতে এলাকায় কোন ধরনের বিশৃঙ্খলা ও অস্বাভাবিক পরিবেশ তৈরি না হয়। এছাড়াও ইউনিয়নের জনগণের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের গ্রাম পুলিশদের নিজ নিজ ওয়ার্ডে রাতের বেলা টহল দিতে হবে এবং কোন অস্বাভাবিক বা বিশৃঙ্খলা দেখলে সাথে সাথে থানায় তথ্য প্রদান করতে হবে।
|
দেশকে সুষ্ঠু ও নিরাপদ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি মজবুত করে গড়ে তুলতে হবে। জেলা ও থানা পর্যায়ের পাশাপাশি আমাদের ইউনিয়ন পর্যায়েও বিশেষ ভূমিকা পালন করতে হবে। গ্রামপুলিশ ও আনসার-ভিডিপির সদস্যগণদের নিজ ইউনিয়নের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বদা তৎপর থাকতে হবে। |
তন্তর ইউপির সকল সদস্য ও ইউনিয়ন পরিষদ। |
০৪ |
সভার সমাপ্তি |
অদ্য আর কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন। |
|
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস