সামাজিক সম্প্রীতি সভার কার্য্য বিবরণী বহি
প্রতিষ্ঠানের নামঃ তন্তর ইউনিয়ন পরিষদ
সভা অনুষ্ঠানের স্থান/ঠিকানাঃ তন্তর ইউপি সভাকক্ষ
সময়ঃ ০৩:০০ টা হইতে ০৪:০০ পর্যন্ত…......তাং ২০/০৮/২০২৪ ইং
সামাজিক - সম্প্রীতি কমিটির হাজিরা বহি
ক্র. নং |
নাম |
পদবী |
কমিটিতে পদবী |
স্বাক্ষর |
মন্তব্য |
০১ |
মোঃ আলী আকবর |
চেয়ারম্যান |
সভাপতি |
স্বাক্ষরিত
|
|
০২ |
কামরুন নাহার চৌধুরী |
সদস্য ০১নং সংরক্ষিত আসন |
সদস্য |
স্বাক্ষরিত |
|
০৩ |
আলেয়া বেগম |
সদস্য ০২নং সংরক্ষিত আসন |
সদস্য |
স্বাক্ষরিত |
|
০৪ |
পারভীন সুলতানা |
সদস্য ০৩ নং সংরক্ষিত আসন |
সদস্য |
স্বাক্ষরিত |
|
০৫ |
শহিদুল ইসলাম |
সদস্য ০১ নং ওয়ার্ড |
সদস্য |
স্বাক্ষরিত |
|
০৬ |
হুমায়ুন শিকদার |
সদস্য ০২ নং ওয়ার্ড |
সদস্য |
স্বাক্ষরিত |
|
০৭ |
মোঃ আলমগীর হোসেন |
সদস্য ০৩ নং ওয়ার্ড |
সদস্য |
স্বাক্ষরিত |
|
০৮ |
আঃ আজিজ শিকদার |
সদস্য ০৪ নং ওয়ার্ড |
সদস্য |
স্বাক্ষরিত |
|
০৯ |
মোঃ সাজ্জাদ হোসেন |
সদস্য ০৫ নং ওয়ার্ড |
সদস্য |
স্বাক্ষরিত |
|
১০ |
আবুল হোসেন |
সদস্য ০৬ নং ওয়ার্ড |
সদস্য |
স্বাক্ষরিত |
|
১১ |
মাহমুদ ইউসুফ সাগর |
সদস্য ০৭ নং ওয়ার্ড |
সদস্য |
স্বাক্ষরিত |
|
১২ |
মোঃ সফিকুল ইসলাম (মিঠূ) |
সদস্য ০৮ নং ওয়ার্ড |
সদস্য |
স্বাক্ষরিত |
|
১৩ |
মোঃ মামুন |
সদস্য ০৯ নং ওয়ার্ড |
সদস্য |
স্বাক্ষরিত |
|
১৪ |
আঃ বারেক শেখ |
বীর মুক্তিযোদ্ধা |
সদস্য |
স্বাক্ষরিত |
|
১৫ |
মিজানুর রহমান |
স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক |
সদস্য |
স্বাক্ষরিত |
|
১৬ |
মোঃ নুরুল আমিন |
স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক |
সদস্য |
স্বাক্ষরিত |
|
১৭ |
মোঃ রেজাউল ইসলাম |
স্থানীয় মাদ্রাসার শিক্ষক |
সদস্য |
স্বাক্ষরিত |
|
১৮ |
আঃ লতিফ আতাহারী |
স্থানীয় মাদ্রাসার শিক্ষক |
সদস্য |
স্বাক্ষরিত |
|
১৯ |
হাফেজ জাবের হোসেন রহমানী |
স্থানীয় মসজিদের ইমাম |
সদস্য |
স্বাক্ষরিত |
|
২০ |
হাফেজ মেজবাহ্ উদ্দিন |
স্থানীয় মসজিদের ইমাম |
সদস্য |
স্বাক্ষরিত |
|
২১ |
রাম গোপাল দাস |
স্থানীয় মন্দির/গীর্জার প্রতিনিধি |
সদস্য |
স্বাক্ষরিত |
|
২২ |
বিমল দাস |
স্থানীয় মন্দির/গীর্জার প্রতিনিধি |
সদস্য |
স্বাক্ষরিত |
|
২৩ |
পবিত্র দাস |
স্থানীয় মন্দির/গীর্জার প্রতিনিধি |
সদস্য |
স্বাক্ষরিত |
|
২৪ |
মোঃ আজিজুল হক দুলাল |
স্থানীয় গন্যমান্য ব্যক্তি |
সদস্য |
স্বাক্ষরিত |
|
২৫ |
মোঃ বিল্লাল শেখ |
স্থানীয় গন্যমান্য ব্যক্তি |
সদস্য |
স্বাক্ষরিত |
|
২৬ |
মোঃ সেলিম ঢালী |
স্থানীয় গন্যমান্য ব্যক্তি |
সদস্য |
স্বাক্ষরিত |
|
২৭ |
সিফাত উল্লাহ ইমন |
কলেজ/বিশ্ববিদ্যালয়ের ছাত্র/ছাত্রী |
সদস্য |
স্বাক্ষরিত |
|
২৮ |
মণিষা দাস |
কলেজ/বিশ্ববিদ্যালয়ের ছাত্র/ছাত্রী |
সদস্য |
স্বাক্ষরিত |
|
২৯ |
তাছলিমা বেগম |
নারী প্রতিনিধি |
সদস্য |
স্বাক্ষরিত |
|
৩০ |
হালিমা বেগম |
নারী প্রতিনিধি |
সদস্য |
স্বাক্ষরিত |
|
৩১ |
মোঃ আনোয়ার হোসেন |
এসআই/এএসআই |
সদস্য |
স্বাক্ষরিত |
|
৩২ |
মোঃ সোহেল রানা |
ইউপি সচিব |
সদস্য সচিব |
স্বাক্ষরিত |
|
৩৩ |
আমিনুর ইসলাম |
উপজেলা কতৃক মনোনীত উপজেলা পর্যায়ের কর্মকর্তা |
সদস্য |
স্বাক্ষরিত |
|
অধিবেশনের আলোচ্য বিষয় সমূহঃ
১। বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন প্রসঙ্গে।
২। সামাজিক বন্ধন দৃঢ়করণ সম্পর্কে আলোচনা।
৩। সাম্প্রদায়িক দাঙ্গা প্রতিরোধ সর্ম্পকে আলোচনা।
৪। বিবিধ।
সামাজিক - সম্প্রীতি কমিটি”র সভার মন্তব্য:
ক্রমিক নং |
আলোচ্যসূচী |
আলোচনা |
সিদ্ধান্ত |
দায়িত্বপ্রাপ্ত সংস্থা/ব্যক্তি |
০১ |
কোরআন তেলাওয়াত |
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তন্তর ইউ.পি সদস্য ০৪ নং ওয়ার্ড আঃ আজিজ শিকদার। |
|
|
০২ |
বিগত সভার কার্যবিবরনী পাঠ ও অনুমোদন প্রসঙ্গে। |
অদ্যকার সভার শুরুতে বিগত সভার কার্যবিবরনী পাঠ করে শুনান অত্র কমিটির সদস্য সচিব জনাব মোঃ সোহেল রানা। |
বিগত সভার কার্যবিবরী সর্বসম্মতক্রমে অনুমোদিত। |
কমিটির সকল সদস্য |
০৩ |
সামাজিক বন্ধন দৃঢ়করণ সম্পর্কে আলোচনা |
সভাপতি মহোদয় সামাজিক সম্প্রীতি সম্পর্কে কথা বলতে গিয়ে জানান যে, বর্তমানে দেশকে নিরাপদ ও সুন্দর জীবনযাপন করতে হলে আমাদেরকে সাম্প্রদায়িক মনোভাব দূর করতে হবে। আমাদের মনে রাখতে হকে আমরা মুসলমান, হিন্দু,বৌদ্ধ ও খ্রিস্টান যে যেই ধর্মেরই মানুষ হইনা কেন আমরা পরস্পর ভাই ভাই। তাই তিনি সাম্প্রদায়িক মনোভাব দূর করে সবাইকে একই ছাতার তলে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তন্তর ইউনিয়নের উন্নয়নে কাজ করতে হবে। বর্তমানে মানুষের সামাজিক যোগাযোগের মাধ্যম উন্নত হয়েছে। আমারা এক অন্যের সাথে যোগাযোগ করতে ফেইসবুক, ম্যাসেঞ্জার, ইমু, হোয়াট’স এ্যাপ, ইন্সটাগ্রাম ইত্যাদি ব্যবহার করছি। আমরা উল্লেখিত মাধ্যম গুলোকে সাম্প্রদায়িক বেড়াজালে আবদ্ধ করা থেকে বিরত থাকবো। এছাড়াও উল্লেখিত মাধ্যমগুলোর অপব্যবহার ও অপরাধ রোধকল্পে সচেতনতামূলক যথাযথ কার্যক্রম গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। |
সামাজিক বন্ধন দৃঢ়করণের বিষয়ক সকল কার্যক্রম বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহিত হয়। |
|
০৪ |
সাম্প্রদায়িক দাঙ্গা প্রতিরোধ সর্ম্পকে আলোচনা |
সভাপতি মহোদয় বলেন যে, সম্প্রতি সন্ত্রাসীদের দ্বারা অন্যান্য এলাকায় লুটপাট ও হতাহতের ঘটনা শোনা যাচ্ছে। আমাদের ইউনিয়নেও লুটপাট ও হতাহতের ঘটনা ঘটার সম্ভবনা থাকতে পারে। এছাড়াও কেউ কেউ বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের নির্যাতনের গুজব ছড়াচ্ছে। আমাদের ইউনিয়নে যাতে এ ধরনের কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যবস্থা করতে হবে। রাতে প্রতিটি ওয়ার্ড সদস্যকে তার নিজ এলাকায় সজাগ থাকতে হবে। এছাড়াও গ্রাম-পুলিশদের তার নিজস্ব ওয়ার্ডে রাতে পাহারা দিতে দিতে হবে। এবং হিন্দুদের মন্দির বা উপাসনালয়ে যাতে কোন নাশকতার ঘটনা না ঘটে সেই লক্ষ্যে মন্দির বা উপাসনালয়ে পাহারার ব্যবস্থা করতে হবে। সর্বোপরি অত্র ইউনিয়নে কোন ধরনের নাশকতার ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, গ্রামপুলিশবাহিনী, ছাত্র-ছাত্রী, গণ্যমান্য ব্যক্তি, স্কুল কলেজের শিক্ষকবৃন্দকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোন ধরনের নাশকতার ঘটনা ঘটলে তৎক্ষনাৎ উপজেলা প্রশাসনকে জানাতে হবে এবং এই কার্যক্রম অব্যাহত রাখতে হবে।
|
সাম্প্রদায়িক দাঙ্গা প্রতিরোধ করতে স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রাম-পুলিশবাহিনী ছাড়াও এলাকার ছাত্র-ছাত্রী, গণ্যমান্য ব্যক্তি, স্কুল কলেজের শিক্ষকবৃন্দকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিস্তারিত আলোচনা করা ও কঠোর পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। |
ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও ইউনিয়ন পরিষদ। |
০৫ |
সভার সমাপ্তি ঘোষণা। |
অদ্যকার সভায় আর কোন আলোচনা না থাকায় সভাপতি মহোদয় উপস্থিত সকল সদস্যদের শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করিয়া অদ্য সভা সমাপ্তি ঘোষনা করেন। |
|
সভাপতি সাহেব |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস