তন্তর ইউনিয়ন পরিষদের জানুয়ারী/২০২৫ খ্রিঃ মাসের
মাসিক সভার কার্যবিবরণী
প্রতিষ্ঠানের নামঃ তন্তর ইউনিয়ন পরিষদ
সভা অনুষ্ঠানের স্থান/ঠিকানাঃ তন্তর ইউপি সভাকক্ষ
সময়ঃ বেলা ১২.০০, তাং ০৬/০১/২০২৫ ইং
ক্রমিক নং |
নাম |
পদবী |
ঠিকানা |
স্বাক্ষর |
মন্তব্য |
১ |
মোঃ আলী আকবর |
চেয়ারম্যান |
তন্তর |
|
|
২ |
কামরুন নাহার চৌধুরী |
সদস্য |
সংরক্ষিত ১,২,৩ নং ওয়ার্ড |
|
|
৩ |
আলেয়া বেগম |
সদস্য |
সংরক্ষিত ৪,৫,৬ নং ওয়ার্ড |
|
|
৪ |
পারভীন সুলতানা |
সদস্য |
সংরক্ষিত ৭,৮,৯ নং ওয়ার্ড |
|
|
৫ |
শহিদুল ইসলাম |
সদস্য |
সিংপাড়া ১ নং ওয়ার্ড |
|
|
৬ |
হুমায়ুন শিকদার |
সদস্য |
সিংপাড়া ২ নং ওয়াড |
|
|
৭ |
মোঃ আলমগীর হোসেন |
সদস্য |
সোন্ধারদিয়া ৩ নং ওয়ার্ড |
|
|
৮ |
আঃ আজিজ শিকদার |
সদস্য |
ব্রাহ্মনখোলা ৪ নং ওয়ার্ড |
|
|
৯ |
মোঃ সাজ্জাদ হোসেন |
সদস্য |
পানিয়া ৫ নং ওয়ার্ড |
|
|
১০ |
আবুল হোসেন |
সদস্য |
রুসদী ০৬ নং ওয়াড |
|
|
১১ |
মাহমুদ ইউসুফ সাগর |
সদস্য |
তন্তর ৭নং ওয়ার্ড |
|
|
১২ |
মোঃ সফিকুল ইসলাম (মিঠূ) |
সদস্য |
পাড়াগাঁও ৮ নং ওয়ার্ড |
|
|
১৩ |
মোঃ মামুন |
সদস্য |
পাড়াগাঁও ৯ নং ওয়ার্ড |
|
|
অধিবেশনের আলোচ্য বিষয় সমূহঃ
১। বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন প্রসঙ্গে আলোচনা।
২। “তারুন্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মসূচী প্রসঙ্গে আলোচনা।
৩। টিসিবি কার্যক্রম প্রসঙ্গে আলোচনা।
৪। জন্ম-মৃত্যু নিবন্ধন সম্পর্কে আলোচনা।
ক্র. নং |
আলোচ্য সূচী |
আলোচনা |
সিদ্ধান্ত |
দায়িত্ব প্রাপ্ত সংস্থা/ব্যক্তি |
০১ |
গত সভার কার্য বিবরনী পাঠ ও অনুমোদন ।
|
অদ্যকার সভার শুরুতে বিগত সভার কার্যবিবরনী পাঠ করে শুনান অত্র কমিটির সদস্য সচিব জনাব মোঃ সোহেল রানা। |
বিগত সভার কার্যবিবরী সর্বসম্মতক্রমে অনুমোদিত। |
কমিটির সকল সদস্য |
০২ |
তারুন্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মসূচী প্রসঙ্গে আলোচনা।
|
সভাপতি সাহেব জানান যে, সভাপতি সাহেব জানান যে, আজকের তরুনরাই আগামী দিনের ভবিষ্যত। তাই তারা আমাদের বাংলাদেশটাকে আগামীকে কিভাবে দেখতে চায়। সেই লক্ষ্যে “তারুন্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা আমাদের তন্তর ইউনিয়ন পরিষদ হল রুমে আগামী ০৮/০১/২০২৫ ইং তারিখে অনুষ্ঠিত হবে। উক্ত কর্মশালায় তন্তর ইউনিয়ন পরিষদের বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। এছাড়া সভাপতি সাহেব বলেন যে, পরিবেশ উন্নয়ন ও সংরক্ষনের জন্য আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান আগামী ০৪/০২/২০২৫ ইং তারিখে “পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ও বর্জ্য-শূন্যতার প্রচার” শীর্ষক কর্মসূচীর আয়োজন করা হয়েছে। তাছাড়া সভাপতি সাহেব বলেন যে, ঝোপঝাড়- জঙ্গল না পরিষ্কার করা, বাড়ির নিচু জায়গায় ময়লা পানি জমতে দেওয়া, যত্রতত্র ময়লা-আর্বজনা ফেলা, ডোবা-নালা, বন্ধ জলাশয়, পরিত্যক্ত পানিতে এডিস মশা ডিম পাড়ে ও বংশ বিস্তার করে। এর ফলে আমরা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হই। উক্ত সমস্যা নিরসনে আগামী ০৪/০২/২০২৫ ইং তারিখে “মশক নিধন ও জলাবদ্ধতা নিরসন” কর্মসূচী গ্রহন করা হয়েছে। উক্ত কর্মসূচীতে তন্তর ইউনিয়নের পরিত্যক্ত জলাশয়, ঝোপ-জঙ্গল, জলাবদ্ধ ডোবা, নালা, ড্রেন পরিষ্কার করা হবে। সভাপতি সাহেব আরো জানান যে, তরুনদের মেধা ও মননের বিকাশ সাধন করার জন্য শিক্ষামূলক প্রতিযোগীতা ও খেলাধুলার আয়োজন করা উচিত। শিক্ষামূলক প্রতিযোগীতা ও খেলাধুলা তরুনদের দৈহিক ও মানসিক বিকাশে সহায়তা করে। এর মধ্যে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা উল্লেখযোগ্য। এছাড়া আমাদের ইউনিয়নের তরুনদের নিয়ে ফুটবল খেলার আয়োজন করা যেতে পারে। এরই ধারাবাহিকতায় আমাদের তন্তর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আগামী ১২/০২/২০২৫ ইং রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও খেলাধুলার আয়োজন করার প্রস্তাব করা হয়। উক্ত প্রতিযোগীতাগুলোর সার্বিক দায়িত্বে থাকবেন সংরক্ষিত ওয়ার্ড সদস্য কামরুন নাহার চৌধুরী ও উপজেলা প্রতিনিধি সাবিহা আক্তার। এবং খেলাধুলা আয়োজনের সার্বিক দায়িত্বে থাকবেন ওয়ার্ড সদস্য আঃ আজিজ শিকদার।
|
বর্তমানের দেশটাকে তরুনরা ভবিষ্যতে কিভাবে সবার সামনে উপস্থাপন করতে চায় সেই লক্ষ্যে তাদের মতামত, কর্মপরিকল্পনা ও বিভিন্ন কর্মসূচী গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। |
তন্তর ইউপির সকল সদস্য ও ইউনিয়ন পরিষদ। |
০৩ |
টিসিবি কার্যক্রম প্রসঙ্গে আলোচনা।
|
অদ্যকার সভায় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা জানান যে, আমাদের ইউনিয়নে বরাদ্দ কৃত ৪২৮ টি টিসিবির উপকারভোগী রয়েছে। এর মধ্য ৩২৬ টি টিসিবি কার্ড পাওয়া গিয়েছে, যা উপকার ভোগীদের প্রদান করা হয়েছে। এর মধ্যে অনলাইনে নথিভুক্ত করা হয়েছে ২২৫ টি। বাকি ১০১ টি টিসিবি কার্ড বিভিন্ন কারণে অনলাইনে নথিভুক্ত করা সক্ষম হয়নি। এর ফলে আগামী মাস থেকে যে টিসিবি কার্ডগুলো অনলাইনে নথিভুক্ত হয়েছে তারাই শুধুমাত্র টিসিবি পন্য ক্রয় করতে পারবেন। এ ক্ষেত্রে টিসিবি কার্ডধারী ব্যক্তিকে তার জাতীয় পরিচয়পত্র, টিসিবি কার্ডে সংযোজিত মোবাইল নাম্বার সংগে আনতে হবে। উক্ত বিষয়গুলো প্রতি ওয়ার্ডে ব্যাপক প্রচারের ব্যবস্থা করতে হবে।
|
আমাদের ইউনিয়নে ৪২৮ টি টিসিবি উপকারভোগীর মধ্যে ৩২৬ টি টিসিবি কার্ড অনলাইনে নথিভুক্ত করা রয়েছে। এর মধ্য ৩২৬ টি টিসিবি কার্ড অনলাইনে নথিভুক্ত করা হয়েছে। ১০১ টি টিসিবি কার্ড বিভিন্ন কারণে অনলাইনে নথিভুক্ত করা সক্ষম হয়নি। সকল কার্ড অনলাইনে নথিভুক্ত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। |
তন্তর ইউপির সকল সদস্য ও ইউনিয়ন পরিষদ। |
০৪ |
জন্ম-মৃত্যু নিবন্ধন সম্পর্কে আলোচনা। |
জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রসঙ্গে আলোচনা করার জন্য সভাপতি সাহেব উপস্থিত সদস্যবৃন্দের মতামত আহবান করেন। উপস্থিত সদস্যবৃন্দের মধ্যে জনাব মাহমুদ ইউসুফ সাগর বলেন, জন্মের পর একটি শিশুর প্রথম অধিকার হলো জন্ম নিবন্ধন নিশ্চিত করা। শিশুর জন্মের ০-৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন নিশ্চিত করা এবং কেউ মারা গেলে ০-৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন সম্পন্ন করার জন্য স্থানীয় সরকার শাখা ও উর্ধ্বতন অধিদপ্তর থেকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। তবে বিগত কয়েক মাস ধরে আমাদের ইউনিয়নে ০-৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধনের হার তুলনামূলক কম। এই সমস্যা সমাধানের জন্য সভাপতি সাহেব বলেন যে, আমাদের জনগণকে ০-৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্ব বোঝাতে হবে। এছাড়া আমাদের জন্ম-মৃত্যু টাস্কফোর্স কমিটিকে তাদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে। |
অদ্যকার সভায় শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন ও কেউ মারা গেলে ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। |
তন্তর ইউপির সকল সদস্য ও ইউনিয়ন পরিষদ। |
০৫ |
সভার সমাপ্তি |
অদ্য আর কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন। |
|
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস