তন্তর ইউনিয়ন পরিষদের মার্চ/২০২৫ খ্রিঃ মাসের
মাসিক সভার কার্যবিবরণী
প্রতিষ্ঠানের নামঃ তন্তর ইউনিয়ন পরিষদ
সভা অনুষ্ঠানের স্থান/ঠিকানাঃ তন্তর ইউপি সভাকক্ষ
সময়ঃ বেলা ০২.০০, তাং ০৫/০৩/২০২৫ ইং
ক্রমিক নং |
নাম |
পদবী |
ঠিকানা |
স্বাক্ষর |
মন্তব্য |
১ |
মোঃ আলী আকবর |
চেয়ারম্যান |
তন্তর |
|
|
২ |
কামরুন নাহার চৌধুরী |
সদস্য |
সংরক্ষিত ১,২,৩ নং ওয়ার্ড |
|
|
৩ |
আলেয়া বেগম |
সদস্য |
সংরক্ষিত ৪,৫,৬ নং ওয়ার্ড |
|
|
৪ |
পারভীন সুলতানা |
সদস্য |
সংরক্ষিত ৭,৮,৯ নং ওয়ার্ড |
|
|
৫ |
শহিদুল ইসলাম |
সদস্য |
সিংপাড়া ১ নং ওয়ার্ড |
|
|
৬ |
হুমায়ুন শিকদার |
সদস্য |
সিংপাড়া ২ নং ওয়াড |
|
|
৭ |
মোঃ আলমগীর হোসেন |
সদস্য |
সোন্ধারদিয়া ৩ নং ওয়ার্ড |
|
|
৮ |
আঃ আজিজ শিকদার |
সদস্য |
ব্রাহ্মনখোলা ৪ নং ওয়ার্ড |
|
|
৯ |
মোঃ সাজ্জাদ হোসেন |
সদস্য |
পানিয়া ৫ নং ওয়ার্ড |
|
|
১০ |
আবুল হোসেন |
সদস্য |
রুসদী ০৬ নং ওয়াড |
|
|
১১ |
মাহমুদ ইউসুফ সাগর |
সদস্য |
তন্তর ৭নং ওয়ার্ড |
|
|
১২ |
মোঃ সফিকুল ইসলাম (মিঠূ) |
সদস্য |
পাড়াগাঁও ৮ নং ওয়ার্ড |
|
|
১৩ |
মোঃ মামুন |
সদস্য |
পাড়াগাঁও ৯ নং ওয়ার্ড |
|
|
অধিবেশনের আলোচ্য বিষয় সমূহঃ
১। বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন প্রসঙ্গে।
২। ২০২৪-২৫ অর্থ বছরে ১% স্থায়ী সম্পত্তি হস্থান্তর কর বরাদ্দ নিয়ে আলোচনা ।
৩। বয়স্ক ভাতা, অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ও স্বামী নিগৃহিতা ভাতা কর্মসূচি’র বর্ধিত উপকারভোগীদের , বাছাইকৃত নামের তালিকা প্রেরন নিয়ে আলোচনা ।
৪। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা।
ক্র. নং |
আলোচ্য সূচী |
আলোচনা |
সিদ্ধান্ত |
দায়িত্ব প্রাপ্ত সংস্থা/ ব্যক্তি |
||||||||||||||||||||||||||||
০১ |
গত সভার কার্য বিবরনী পাঠ ও অনুমোদন ।
|
অদ্যকার সভার শুরুতে বিগত সভার কার্যবিবরনী পাঠ করে শুনান অত্র কমিটির সদস্য সচিব জনাব মোঃ সোহেল রানা। |
বিগত সভার কার্যবিবরী সর্বসম্মতক্রমে অনুমোদিত। |
কমিটির সকল সদস্য |
||||||||||||||||||||||||||||
০২ |
২০২৪-২৫ অর্থ বছরে ১% স্থায়ী সম্পত্তি হস্থান্তর কর বরাদ্দ নিয়ে আলোচনা
|
সভাপতি সাহেব জানান যে, ২০২৪ -২০২৫ অর্থ বছরে ১% স্থায়ী সম্পত্তি হস্থান্তর কর খাতে ৮,৬৭,৫০০/= টাকা বরাদ্দ পাওয়া গিয়াছে। এই টাকা দিয়ে প্রকল্প নিতে বললে উপস্থিত সকলে সর্বসম্মতি ক্রমে নিম্নোক্ত প্রকল্পসমূহ গ্রহন করা হয়।
|
২০২৪-২৫ অর্থ বছরে ১% স্থায়ী সম্পত্তি হস্থান্তর কর বিষয়ে আলোচনা শেষে উক্ত প্রকল্পগুলো গ্রহণ ও বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। |
তন্তর ইউপির সকল সদস্য ও ইউনিয়ন পরিষদ। |
||||||||||||||||||||||||||||
০৩ |
বয়স্ক ভাতা, অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ও স্বামী নিগৃহিতা কর্মসূচি’র বর্ধিত উপকারভোগীদের বাছাইকৃত নামের তালিকা প্রেরন নিয়ে আলোচনা । |
অদ্যকার সভায় সভাপতি সাহেব জানান যে, ২০২৪-২০২৫ অর্থ বছরে বয়স্ক ভাতার নামের তালিকা ৪১ টি, অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতার নামের তালিকা ১২ টি এবং বিধবা ও স্বামী নিগৃহিতা ভাতার নামের তালিকা ৫০ টি নামের তালিকা প্রেরনের বরাদ্দ পাওয়া গিয়াছে। সভাপতি সাহেব জানান যে, আমরা ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য অনলাইনে আবেদনের তালিকা উপজেলা সমাজসেবা অফিস থেকে প্রদান করা হয়েছে। আমাদেরকে উক্ত তালিকা থেকে পুঙ্খানুপুঙ্খরুপে যাচাই-বাছাই পূর্বক উপস্থিত সকলের সর্বসম্মতি ক্রমে তালিকা প্রেরণ করতে হবে।
|
বয়স্ক, অস্বচ্ছল প্রতিবন্ধী এবং বিধবা ও স্বামী নিগৃহিতা উপকার ভোগীদের তালিকা সঠিকভাবে যাচাই-বাছাইপূর্বক প্রেরণ করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। |
তন্তর ইউপির সকল সদস্য ও ইউনিয়ন পরিষদ। |
||||||||||||||||||||||||||||
০৪ |
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা। |
অদ্যকার সভায় সভাপতি সাহেব জানান যে, বর্তমানে আমাদের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অস্বাভাবিক রয়েছে। ইদানিং দেখা যাচ্ছে, কবরস্থান থেকে লাশ চুরি হয়ে যাচ্ছে, যা খুবই দুঃখজনক একটি ঘটনা। আমাদেরকে অবশ্যই এ ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য ও গ্রাম পুলিশদের তার নিজ নিজ ওয়ার্ডে সচেতন থাকতে হবে এবং যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে। সভাপতি সাহেব বলেন যে, প্রত্যেক কবরস্থানের সভাপতি ও সেক্রেটারীকে তাদের নিজ নিজ কবরস্থানে পাহারদার নিযুক্ত করা ও সিসি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা গ্রহণ করার কথা বলেন। উপস্থিত সকলে সভাপতি সাহেবের প্রস্তাবকে খুবই কার্যকর প্রস্তাব বলে অভিহিত করেন। এবং সে অনুযায়ী কাজ করার কথা ব্যক্ত করেন।
|
আইন-শৃঙ্খলা পরিস্থিতি মজবুত করে গড়ে তুলতে হলে সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য ও গ্রাম পুলিশদের তদারকি এবং কবরস্থানে পাহারদার নিযুক্ত করা ও সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয় । |
কবরস্থান কমিটির সভাপতি ও সেক্রেটারী। |
||||||||||||||||||||||||||||
০৫ |
সভার সমাপ্তি |
অদ্য আর কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন। |
|
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস