Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভার কার্য বিবরনী (মার্চ-২০২৫)

তন্তর ইউনিয়ন পরিষদের মার্চ/২০২৫ খ্রিঃ মাসের

মাসিক সভার কার্যবিবরণী

প্রতিষ্ঠানের নামঃ তন্তর ইউনিয়ন পরিষদ

সভা অনুষ্ঠানের স্থান/ঠিকানাঃ তন্তর ইউপি সভাকক্ষ

সময়ঃ বেলা ০২.০০, তাং ০৫/০৩/২০২৫ ইং

ক্রমিক নং

নাম

পদবী

ঠিকানা

স্বাক্ষর

মন্তব্য

মোঃ আলী আকবর

চেয়ারম্যান

তন্তর



কামরুন নাহার চৌধুরী

সদস্য

সংরক্ষিত ১,২,৩ নং ওয়ার্ড



আলেয়া বেগম

সদস্য

সংরক্ষিত ৪,৫,৬ নং ওয়ার্ড



পারভীন সুলতানা

সদস্য

সংরক্ষিত ৭,৮,৯ নং ওয়ার্ড



শহিদুল ইসলাম

সদস্য

সিংপাড়া ১ নং       ওয়ার্ড



হুমায়ুন শিকদার

সদস্য

সিংপাড়া ২ নং       ওয়াড



মোঃ আলমগীর হোসেন

সদস্য

সোন্ধারদিয়া ৩ নং  ওয়ার্ড



আঃ আজিজ শিকদার

সদস্য

ব্রাহ্মনখোলা ৪ নং  ওয়ার্ড



মোঃ সাজ্জাদ হোসেন

সদস্য

পানিয়া ৫ নং ওয়ার্ড



১০

আবুল হোসেন

সদস্য

রুসদী ০৬ নং ওয়াড



১১

মাহমুদ ইউসুফ সাগর

সদস্য

তন্তর ৭নং ওয়ার্ড



১২

মোঃ সফিকুল ইসলাম (মিঠূ)

সদস্য

পাড়াগাঁও ৮ নং      ওয়ার্ড



১৩

মোঃ মামুন

সদস্য

পাড়াগাঁও ৯ নং      ওয়ার্ড



 

অধিবেশনের আলোচ্য বিষয় সমূহঃ

 

১। বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন প্রসঙ্গে।

           ২। ২০২৪-২৫ অর্থ বছরে ১% স্থায়ী সম্পত্তি হস্থান্তর কর বরাদ্দ নিয়ে আলোচনা ।

৩। বয়স্ক ভাতা, অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ও স্বামী নিগৃহিতা ভাতা কর্মসূচি’র বর্ধিত উপকারভোগীদের ,     বাছাইকৃত নামের তালিকা প্রেরন নিয়ে আলোচনা ।

৪। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা।


ক্র. নং

আলোচ্য সূচী

আলোচনা

সিদ্ধান্ত

দায়িত্ব প্রাপ্ত সংস্থা/  ব্যক্তি

০১

গত সভার কার্য বিবরনী পাঠ ও অনুমোদন ।


        অদ্যকার সভার শুরুতে বিগত সভার কার্যবিবরনী পাঠ করে শুনান অত্র কমিটির সদস্য সচিব জনাব মোঃ সোহেল রানা।

বিগত সভার কার্যবিবরী সর্বসম্মতক্রমে অনুমোদিত।

কমিটির সকল সদস্য

০২

২০২৪-২৫ অর্থ বছরে ১% স্থায়ী সম্পত্তি হস্থান্তর কর বরাদ্দ নিয়ে আলোচনা




        সভাপতি সাহেব জানান যে, ২০২৪ -২০২৫ অর্থ বছরে ১% স্থায়ী সম্পত্তি হস্থান্তর কর খাতে ৮,৬৭,৫০০/= টাকা বরাদ্দ পাওয়া গিয়াছে। এই টাকা দিয়ে প্রকল্প নিতে বললে উপস্থিত সকলে সর্বসম্মতি ক্রমে নিম্নোক্ত প্রকল্পসমূহ গ্রহন করা হয়।

ক্র. নং

প্রকল্পের নাম

ওয়ার্ড নং

পরিমান টাকা

০১

সিংপাড়া মাদ্রাসা হতে বরার বাড়ী পর্যন্ত নতুন রাস্তা নির্মাণ।

০২

২,০০,০০০/=

০২

সোন্দারদিয়া আবুলের বাড়ী হতে খালেক খলিফার বাড়ী পর্যন্ত নতুন রাস্তা নির্মান।

০৩

২,০০,০০০/=

০৩

সোন্দারদিয়া বাজারের উত্তর পাশে খালের উপর কাঠের ব্রীজ নির্মাণ।

০৩

২,০০,০০০/=

০৪

সোন্দারদিয়া কোল্ড ষ্টোরেজ রাস্তার পুকুরপারের মাটি ভরাট।

০৩

১,১৭,৫০০/=

০৫

পাড়াগাঁও রাস্তা থেকে শিকদার বাড়ী পর্যন্ত মাটির রাস্তা পুনঃ নির্মাণ।

০৯

১,৫০,০০০/=

মোট=

৮,৬৭,৫০০/=



২০২৪-২৫ অর্থ বছরে ১% স্থায়ী সম্পত্তি হস্থান্তর কর বিষয়ে আলোচনা শেষে উক্ত প্রকল্পগুলো গ্রহণ ও বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।

তন্তর ইউপির সকল সদস্য ও ইউনিয়ন    পরিষদ।

০৩

বয়স্ক ভাতা, অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ও স্বামী নিগৃহিতা কর্মসূচি’র বর্ধিত উপকারভোগীদের  বাছাইকৃত নামের তালিকা প্রেরন নিয়ে   আলোচনা ।

          অদ্যকার সভায় সভাপতি সাহেব জানান যে, ২০২৪-২০২৫ অর্থ বছরে বয়স্ক ভাতার নামের তালিকা ৪১ টি, অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতার নামের তালিকা ১২ টি এবং বিধবা ও স্বামী নিগৃহিতা ভাতার নামের তালিকা ৫০ টি নামের তালিকা প্রেরনের বরাদ্দ পাওয়া গিয়াছে। সভাপতি সাহেব জানান যে, আমরা ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য অনলাইনে আবেদনের তালিকা উপজেলা সমাজসেবা অফিস থেকে প্রদান করা হয়েছে। আমাদেরকে উক্ত তালিকা থেকে পুঙ্খানুপুঙ্খরুপে  যাচাই-বাছাই পূর্বক উপস্থিত সকলের সর্বসম্মতি ক্রমে তালিকা প্রেরণ করতে হবে।

 

বয়স্ক, অস্বচ্ছল প্রতিবন্ধী  এবং বিধবা ও স্বামী নিগৃহিতা উপকার ভোগীদের তালিকা সঠিকভাবে যাচাই-বাছাইপূর্বক প্রেরণ করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।

তন্তর ইউপির সকল সদস্য ও ইউনিয়ন পরিষদ।

০৪

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা।

         অদ্যকার সভায় সভাপতি সাহেব জানান যে, বর্তমানে আমাদের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অস্বাভাবিক রয়েছে। ইদানিং দেখা যাচ্ছে, কবরস্থান থেকে লাশ চুরি হয়ে যাচ্ছে, যা খুবই দুঃখজনক একটি ঘটনা। আমাদেরকে অবশ্যই এ ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য ও গ্রাম পুলিশদের তার নিজ নিজ ওয়ার্ডে সচেতন থাকতে হবে এবং যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে। সভাপতি সাহেব বলেন যে, প্রত্যেক কবরস্থানের সভাপতি ও সেক্রেটারীকে তাদের নিজ নিজ কবরস্থানে পাহারদার নিযুক্ত করা ও সিসি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা গ্রহণ করার কথা বলেন। উপস্থিত সকলে সভাপতি সাহেবের প্রস্তাবকে খুবই কার্যকর প্রস্তাব বলে অভিহিত করেন। এবং সে অনুযায়ী কাজ করার কথা ব্যক্ত করেন।


আইন-শৃঙ্খলা পরিস্থিতি মজবুত করে গড়ে তুলতে হলে সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য ও গ্রাম পুলিশদের তদারকি এবং কবরস্থানে পাহারদার নিযুক্ত করা ও সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয় ।

কবরস্থান কমিটির সভাপতি ও সেক্রেটারী।

০৫

সভার সমাপ্তি

         অদ্য আর কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।