Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বর্তমান চেয়ারম্যানের প্রোফাইল

 তন্তর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যানের তথাবলিঃ


ব্যক্তিগত তথ্যঃ


নামঃ মোঃ আলী আকবর

পদবীঃ  চেয়ারম্যান

স্থায়ী ঠিকানাঃ গ্রাম: সোন্ধারদিয়া, ইউনিয়ন: তন্তর,

উপজেলা: শ্রীনগর, জেলা: মুন্সীগঞ্জ।

শিক্ষাগত যোগ্যতাঃ  এস. এস. সি

পেশাঃ ব্যবসা

মোবাইল নম্বরঃ ০১৭১৪৫৮৫২৫৮

জাতীয় পরিচয় পত্র নম্বরঃ ১৯৬৬৫৯১৮৪৯৪৮৫৬৬৬৭

ই-মেইলঃ aliakbarchairman@gmail.com


 অন্যান্য তথ্যঃ


পারিবারিক পরিচয় ও শিক্ষাজীবনঃ

পারিবারিক জীবন: জনাব আলী আকবর ১৯৬৬ সালের ২১ ফেব্রুয়ারী মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের ০৩ নং ওয়ার্ড সোন্ধারদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।তার পিতার নাম মৃত ইউনুস মিয়া ও মাতার নাম নূরজাহান বেগম। চার ভাই ও সাত বোনের মধ্যে তিনি তার পিতা-মাতার ৪র্থ সন্তান।

শিক্ষাজীবন: তিনি কুড়িগ্রাম নাগেশ্বরী ডি. এম একাডেমী থেকে ১৯৮৬ সালে এস.এস. সি পাস করেন।


রাজনৈতিক কর্মকান্ডঃ


 ১। সাবেক ছাত্রলীগ সাধারন সম্পাদক (নাগেশ্বরী থানা) সময়কাল (১৯৮৫-১৯৯৬)।

২। সাবেক সাংগঠনিক সম্পাদক, তন্তর ইউনিয়ন আওয়ামীলীগ, সময়কাল (২০০০-২০১১) ।

৩। সাবেক সভাপতি, তন্তর ইউনিয়ন আওয়ামীলীগ, নিয়ন আওয়ামী লীগ সভাপতি, সময়কাল (২০১১-২০২২)।

৪। সাবেক চেয়ারম্যান, তন্তর ইউনিয়ন পরিষদ, সময়কাল (২০১১-২০১৬)।


ব্যক্তিগত তথ্যাবলীঃ

বিবাহ বন্ধন, সন্তান বিষয় তথ্যঃ


তিনি মৃত আকুব আলী আকন ও রহিমা বেগম-এর কন্যা তাসলিমা আক্তার এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি তিন কন্যা সন্তানের জনক।


সামাজিক কর্মকান্ডঃ


তিনি ছাত্র জীবন থেকেই বিভিন্ন উন্নয়নমূলক সামজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত এবং তিনি মহামারী করেনাকালীন সময়ে নিজস্ব তহবিল থেকে ক্ষতিগ্রস্থ লোকজনদের সহায়তা প্রদান করেন।


প্রতিষ্ঠানের সদস্য,সভাপতিঃ


(১) সাধারন সম্পাদক, বাইতুল আমান জামে মসজিদ।

(২) উপদেষ্টা, প্রবাসী একতা কল্যাণ সমিতি।