Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভা কার্য বিবরণী (জুলাই-২০২৪)

মাসিক সভার কার্য্য বিবরণী বহি

প্রতিষ্ঠানের নামঃ তন্তর ইউনিয়ন পরিষদ

সভা অনুষ্ঠানের স্থান/ঠিকানাঃ তন্তর ইউপি সভাকক্ষ

সময়ঃ ০২:০০ টা হইতে ০৪:০০ পর্যন্ত…......তাং ২৫/০৭/২০২৪ ইং


ক্রমিক নং

নাম

পদবী

ঠিকানা

স্বাক্ষর

মন্তব্য

মোঃ আলী আকবর

চেয়ারম্যান

তন্তর

স্বাক্ষরিত


কামরুন নাহার চৌধুরী

সদস্য

সংরক্ষিত ১,২,৩ নং ওয়ার্ড

স্বাক্ষরিত


আলেয়া বেগম

সদস্য

সংরক্ষিত ৪,৫,৬ নং ওয়ার্ড

স্বাক্ষরিত


পারভীন সুলতানা

সদস্য

সংরক্ষিত ৭,৮,৯ নং ওয়ার্ড

স্বাক্ষরিত


শহিদুল ইসলাম

সদস্য

সিংপাড়া ১ নং ওয়ার্ড

স্বাক্ষরিত


হুমায়ুন শিকদার

সদস্য

সিংপাড়া ২ নং ওয়াড

স্বাক্ষরিত


মোঃ আলমগীর হোসেন

সদস্য

সোন্ধারদিয়া ৩ নং ওয়ার্ড

স্বাক্ষরিত


আঃ আজিজ শিকদার

সদস্য

ব্রাহ্মনখোলা ৪ নং ওয়ার্ড

স্বাক্ষরিত


মোঃ সাজ্জাদ হোসেন

সদস্য

পানিয়া ৫ নং ওয়ার্ড

স্বাক্ষরিত


১০

আবুল হোসেন

সদস্য

রুসদী ০৬ নং ওয়াড

স্বাক্ষরিত


১১

মাহমুদ ইউসুফ সাগর

সদস্য

তন্তর ৭নং ওয়ার্ড

স্বাক্ষরিত


১২

মোঃ সফিকুল ইসলাম (মিঠূ)

সদস্য

পাড়াগাঁও ৮ নং ওয়ার্ড

স্বাক্ষরিত


১৩

মোঃ মামুন

সদস্য

পাড়াগাঁও ৯ নং ওয়ার্ড

স্বাক্ষরিত


 

 

 

অধিবেশনের আলোচ্য বিষয় সমূহঃ

 

১। বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন প্রসঙ্গে।

২। ২০২৪-২৫ অর্থ বছরে ১% স্থায়ী সম্পত্তি হস্থান্তর কর বরাদ্দ প্রসঙ্গে। ।

৩। জন্ম ও মৃত্যু নিবন্ধনের অগ্রগতি প্রসঙ্গে।

৪। কর আদায় ও অগ্রগতি প্রসঙ্গে।

৫। বিবিধ।


ক্র. নং

আলোচ্য সূচী

আলোচনা

সিদ্ধান্ত

দায়িত্ব প্রাপ্ত সংস্থা/ব্যক্তি

০১

গত সভার কার্য বিবরনী পাঠ ও অনুমোদন ।


অদ্যকার সভার শুরুতে বিগত সভার কার্যবিবরনী পাঠ করে শুনান অত্র কমিটির সদস্য সচিব জনাব মোঃ সোহেল রানা।

বিগত সভার কার্যবিবরী সর্বসম্মতক্রমে অনুমোদিত।

কমিটির সকল সদস্য

০২

২০২৪-২৫ অর্থ বছরে ১% স্থায়ী সম্পত্তি হস্থান্তর কর বরাদ্দ নিয়ে আলোচনা




        সভাপতি সাহেব জানান যে, ২০২৪ -২০২৫ অর্থ বছরে ১% স্থায়ী সম্পত্তি হস্থান্তর কর খাতে ৭,৫৯,০৬৫/= টাকা বরাদ্দ পাওয়া গিয়াছে। এই টাকা দিয়ে প্রকল্প নিতে বললে উপস্থিত সকলে সর্বসম্মতি ক্রমে নিম্নোক্ত প্রকল্পসমূহ গ্রহন করা হয়।

ক্র. নং

প্রকল্পের নাম

ওয়ার্ড নং

পরিমান টাকা

০১

কাশেমের বাড়ীর সামনে কাঠের পুল নির্মাণ।

০২

১,০০,০০০

০২

আকবরের বাড়ী হতে পশ্চিম পাড়া আজীজ শেখের বাড়ী পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ।

০৭

২,৫০,০০০

০৩

তন্তর মেইন রোড হতে ভুট্টু শেখের বাড়ী পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ।

০৭

১,৫০,০০০

০৪

পবিত্র দাসের বাড়ী হতে গোবিন্দ্রর বাড়ী পর্যন্ত রাস্তা নির্মাণ।

০৭

১,০০,০০০

০৫

পানিয়া শাহীন শেখের বাড়ী হতে বাদল শিকদারের বাড়ী পর্যন্ত রাস্তা পুনঃ নির্মাণ।

০৫

১,৫৯০৬৫

মোট=

৭,৫৯,০৬৫


২০২৪-২৫ অর্থ বছরে ১% স্থায়ী সম্পত্তি হস্থান্তর কর বিষয়ে আলোচনা শেষে উক্ত প্রকল্পগুলো গ্রহণ ও বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।

তন্তর ইউপির সকল সদস্য ও ইউনিয়ন পরিষদ।

০৩

জন্ম ও মৃত্যু নিবন্ধনের অগ্রগতি প্রসঙ্গে আলোচনা।

     জন্ম নিবন্ধন প্রসঙ্গে আলোচনা করার জন্য সভাপতি সাহেব উপস্থিত সদস্যবৃন্দের আহবান করেন। তিনি জানান যে, জন্ম নিবন্ধন করার প্রসঙ্গে আলোচনা করার জন্য সভাপতি সাহেব উপস্থিত সদস্যবৃন্দের মতামত আহবান করেন । উপস্থিত সদস্যবৃন্দ বলেন, শিশুর জন্ম হওয়ার ০-৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করা উচিত। যে সকল শিশুর ০-৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন সম্পন্ন হয়নি সে সকল শিশুদের অভিবাবকদের অততি দ্রুত জন্ম নিবন্ধন করিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে। জন্ম নিবন্ধনের পাশাপাশি মৃত্যু নিবন্ধনও ০-৪৫ দিনের মধ্যে নিবনধন সম্পন্ন করতে হবে।


বিস্তারিত আলোচনার পর অদ্যকার সভায় শিশুর জন্মের ০-৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করার নিশ্চিত করার সিদ্ধান্তটি সর্বসম্মতিক্রমে গৃহীত হইল।

তন্তর ইউপির সকল সদস্য ও ইউনিয়ন পরিষদ।

০৪

কর আদায় ও অগ্রগতি প্রসঙ্গে আলোচনা।

     কর আদায় বিষয়ে সদস্য সচিব সাহেব জানান যে, ট্যাক্স ও ব্যবসায়িক লাইসেন্স উত্তোলনে ধারাবাহিকতা বজায় রাখার ফলে বিগত দুই মাসেও হোল্ডিং ট্যাক্স ও ব্যবসায়িক লাইসেন্সের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এর প্রেক্ষিতে সভাপতি সাহেব জানান যে, হোল্ডিং ট্যাক্স ও ব্যবসায়িক লাইসেন্স উত্তোলনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপের পুরোপুরি বান্তবায়ন সম্ভব হয়েছে বিধায় আমরা আমাদের লক্ষ্য অনুযায়ী হোল্ডিং ট্যাক্স ও ব্যবসায়িক ট্রেড লাইসেন্স উত্তোলন করতে পেরেছি। এছাড়াও পরিষদের যে ১৩ টি আয়ের উৎস আছে। উক্ত উৎসগুলো চিহ্নিত করে আয়ের উৎস বের করতে হবে। এছাড়াও বর্তমানে আমাদের ইউনিয়নে মাঝারি ও ক্ষুদ্র বিনিয়োগে গরুর খামার, ছাগলের খামার, হাঁস-মুরগীর খামার তৈরি করছে। ব্যবসায়িকভাবে মৎস্য চাষ করছে। উক্ত ব্যবসায়ীদেরও কর ও ট্রেড লাইসেন্সের আওতায় আনতে হবে ।


ইউনিয়ন পরিষদের আয় বৃদ্ধিতে হোল্ডিং ট্যাক্স ও ব্যবসায়িক লাইসেন্স উত্তোলনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও অব্যাহত রাখতে হবে।

তন্তর ইউপির সকল সদস্য ও ইউনিয়ন পরিষদ।


সভায় আর কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।