তন্তর ইউনিয়ন পরিষদের ডিসেম্বর/২০২৪ খ্রিঃ মাসের
মাসিক সভার কার্যবিবরণী
প্রতিষ্ঠানের নামঃ তন্তর ইউনিয়ন পরিষদ
সভা অনুষ্ঠানের স্থান/ঠিকানাঃ তন্তর ইউপি সভাকক্ষ
সময়ঃ বেলা ১২.০০, তাং ০৫/১২/২০২৪ ইং
ক্রমিক নং |
নাম |
পদবী |
ঠিকানা |
স্বাক্ষর |
মন্তব্য |
১ |
মোঃ আলী আকবর |
চেয়ারম্যান |
তন্তর |
স্বাক্ষরিত |
|
২ |
কামরুন নাহার চৌধুরী |
সদস্য |
সংরক্ষিত ১,২,৩ নং ওয়ার্ড |
স্বাক্ষরিত |
|
৩ |
আলেয়া বেগম |
সদস্য |
সংরক্ষিত ৪,৫,৬ নং ওয়ার্ড |
স্বাক্ষরিত |
|
৪ |
পারভীন সুলতানা |
সদস্য |
সংরক্ষিত ৭,৮,৯ নং ওয়ার্ড |
স্বাক্ষরিত |
|
৫ |
শহিদুল ইসলাম |
সদস্য |
সিংপাড়া ১ নং ওয়ার্ড |
স্বাক্ষরিত |
|
৬ |
হুমায়ুন শিকদার |
সদস্য |
সিংপাড়া ২ নং ওয়াড |
স্বাক্ষরিত |
|
৭ |
মোঃ আলমগীর হোসেন |
সদস্য |
সোন্ধারদিয়া ৩ নং ওয়ার্ড |
স্বাক্ষরিত |
|
৮ |
আঃ আজিজ শিকদার |
সদস্য |
ব্রাহ্মনখোলা ৪ নং ওয়ার্ড |
স্বাক্ষরিত |
|
৯ |
মোঃ সাজ্জাদ হোসেন |
সদস্য |
পানিয়া ৫ নং ওয়ার্ড |
স্বাক্ষরিত |
|
১০ |
আবুল হোসেন |
সদস্য |
রুসদী ০৬ নং ওয়াড |
স্বাক্ষরিত |
|
১১ |
মাহমুদ ইউসুফ সাগর |
সদস্য |
তন্তর ৭নং ওয়ার্ড |
স্বাক্ষরিত |
|
১২ |
মোঃ সফিকুল ইসলাম (মিঠূ) |
সদস্য |
পাড়াগাঁও ৮ নং ওয়ার্ড |
স্বাক্ষরিত |
|
১৩ |
মোঃ মামুন |
সদস্য |
পাড়াগাঁও ৯ নং ওয়ার্ড |
স্বাক্ষরিত |
|
অধিবেশনের আলোচ্য বিষয় সমূহঃ
১। বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন প্রসঙ্গে।
২। মহান বিজয় দিবস উৎযাপন উপলক্ষ্যে কর্মসূচী
৩। ২০২৪-২৫ অর্থ বছরে ১% স্থায়ী সম্পত্তি হস্থান্তর কর বরাদ্দ প্রসঙ্গে।
৪। ২০২৪-২০২৫ ইং অর্থ বছরের উন্নয়ন সহায়তা তহবিল খাতের ১ম কিস্তির বরাদ্দ নিয়ে আলোচনা।
৫। বিবিধ।
ক্র. নং |
আলোচ্য সূচী |
আলোচনা |
সিদ্ধান্ত |
দায়িত্ব প্রাপ্ত সংস্থা/ব্যক্তি |
||||||||||||||||||||||||||||||||||||
০১ |
গত সভার কার্য বিবরনী পাঠ ও অনুমোদন ।
|
অদ্যকার সভার শুরুতে বিগত সভার কার্যবিবরনী পাঠ করে শুনান অত্র কমিটির সদস্য সচিব জনাব মোঃ সোহেল রানা। |
বিগত সভার কার্যবিবরী সর্বসম্মতক্রমে অনুমোদিত। |
কমিটির সকল সদস্য |
||||||||||||||||||||||||||||||||||||
০২ |
মহান বিজয় দিবস উৎযাপন উপলক্ষ্যে কর্মসূচী |
সভাপতি সাহেব জানান যে, আগামী ১৬ ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। আমাদের এই বিজয় দিবস যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে উৎযাপন করতে হবে। আমাদের পরিষদকে আলোকসজ্জিত করতে হবে। এছাড়াও আমাদের দেশকে স্বাধীন করতে যে সকল মুক্তিযোদ্ধাগণ শহীদ হয়েছেন তাদের আত্মার মাগেফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করতে হবে। তাছাড়া উপজেলা প্রশাসন মহান বিজয় দিবস উৎযাপন উপলক্ষ্যে নানান কর্মসূচী গ্রহন করেছে। আমাদের সবাইকে উপস্থিত থেকে সহযোগীতার মাধ্যমে উক্ত কর্মসূচী বাস্তবায়ন করতে হবে। উপস্থিত সকলে সভাপিত সাহেবের সাথে একমত প্রকাশ করেন।
|
মহান বিজয় দিবস উৎযাপনে যথাযথ কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়নে সচেষ্ট ভূমিকা পালন করতে হবে। |
তন্তর ইউপির সকল সদস্য ও ইউনিয়ন পরিষদ। |
||||||||||||||||||||||||||||||||||||
০৩ |
২০২৪-২৫ অর্থ বছরে ১% স্থায়ী সম্পত্তি হস্থান্তর কর বরাদ্দ নিয়ে আলোচনা
|
সভাপতি সাহেব জানান যে, ২০২৪ -২০২৫ অর্থ বছরে ১% স্থায়ী সম্পত্তি হস্থান্তর কর খাতে ৮,৭৮,৩৪৬/= টাকা বরাদ্দ পাওয়া গিয়াছে। এই টাকা দিয়ে প্রকল্প নিতে বললে উপস্থিত সকলে সর্বসম্মতি ক্রমে নিম্নোক্ত প্রকল্পসমূহ গ্রহন করা হয়।
|
২০২৪-২৫ অর্থ বছরে ১% স্থায়ী সম্পত্তি হস্থান্তর কর বিষয়ে আলোচনা শেষে উক্ত প্রকল্পগুলো গ্রহণ ও বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। |
তন্তর ইউপির সকল সদস্য ও ইউনিয়ন পরিষদ। |
||||||||||||||||||||||||||||||||||||
০৪ |
২০২৪-২০২৫ ইং অর্থ বছরের উন্নয়ন সহায়তা তহবিল খাতে ১ম কিস্তির বরাদ্দ নিয়ে আলোচনা |
সভাপতি সাহেব জানান যে, ২০২৪ -২০২৫ইং অর্থ বছরে ১ উন্নয়ন সহায়তা তহবিল – খাতে ১ম কিস্তির বরাদ্দ খাতে ৪,৮৫,৭০০/= টাকা বরাদ্দ পাওয়া গিয়াছে। এই টাকা দিয়ে প্রকল্প নিতে বললে উপস্থিত সকলে সর্বসম্মতি ক্রমে নিম্নোক্ত প্রকল্পসমূহ গ্রহন করা হয়।
|
২০২৪-২৫ ইং অর্থ বছরে ইং অর্থ বছরের উন্নয়ন সহায়তা তহবিল খাতে ১ম কিস্তির বরাদ্দ বিষয়ে আলোচনা শেষে উক্ত প্রকল্পটি গ্রহণ ও বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। |
তন্তর ইউপির সকল সদস্য ও ইউনিয়ন পরিষদ। |
||||||||||||||||||||||||||||||||||||
০৫ |
সভার সমাপ্তি |
অদ্য আর কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন। |
|
|
|
|
|
|
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস