তন্তর ইউনিয়ন পরিষদের এপ্রিল/২০২৫ খ্রিঃ মাসের
মাসিক সভার কার্যবিবরণী
প্রতিষ্ঠানের নামঃ তন্তর ইউনিয়ন পরিষদ
সভা অনুষ্ঠানের স্থান/ঠিকানাঃ তন্তর ইউপি সভাকক্ষ
সময়ঃ বেলা ১২.০০, তাং ১৫/০৪/২০২৫ ইং
ক্রমিক নং |
নাম |
পদবী |
ঠিকানা |
স্বাক্ষর |
মন্তব্য |
১ |
মোঃ আলী আকবর |
চেয়ারম্যান |
তন্তর |
স্বাক্ষরিত |
|
২ |
কামরুন নাহার চৌধুরী |
সদস্য |
সংরক্ষিত ১,২,৩ নং ওয়ার্ড |
স্বাক্ষরিত |
|
৩ |
আলেয়া বেগম |
সদস্য |
সংরক্ষিত ৪,৫,৬ নং ওয়ার্ড |
স্বাক্ষরিত |
|
৪ |
পারভীন সুলতানা |
সদস্য |
সংরক্ষিত ৭,৮,৯ নং ওয়ার্ড |
স্বাক্ষরিত |
|
৫ |
শহিদুল ইসলাম |
সদস্য |
সিংপাড়া ১ নং ওয়ার্ড |
স্বাক্ষরিত |
|
৬ |
হুমায়ুন শিকদার |
সদস্য |
সিংপাড়া ২ নং ওয়াড |
স্বাক্ষরিত |
|
৭ |
মোঃ আলমগীর হোসেন |
সদস্য |
সোন্ধারদিয়া ৩ নং ওয়ার্ড |
স্বাক্ষরিত |
|
৮ |
আঃ আজিজ শিকদার |
সদস্য |
ব্রাহ্মনখোলা ৪ নং ওয়ার্ড |
স্বাক্ষরিত |
|
৯ |
মোঃ সাজ্জাদ হোসেন |
সদস্য |
পানিয়া ৫ নং ওয়ার্ড |
স্বাক্ষরিত |
|
১০ |
আবুল হোসেন |
সদস্য |
রুসদী ০৬ নং ওয়াড |
স্বাক্ষরিত |
|
১১ |
মাহমুদ ইউসুফ সাগর |
সদস্য |
তন্তর ৭নং ওয়ার্ড |
স্বাক্ষরিত |
|
১২ |
মোঃ সফিকুল ইসলাম (মিঠূ) |
সদস্য |
পাড়াগাঁও ৮ নং ওয়ার্ড |
স্বাক্ষরিত |
|
১৩ |
মোঃ মামুন |
সদস্য |
পাড়াগাঁও ৯ নং ওয়ার্ড |
স্বাক্ষরিত |
|
অধিবেশনের আলোচ্য বিষয় সমূহঃ
১। বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন প্রসঙ্গে।
২। কাবিটা ও কাবিখা প্রকল্পের ৩য় কিস্তির বরাদ্দ নিয়ে আলোচনা।
৩। ভিডব্লিউবি অনলাইন আবেদন সম্পর্কে আলোচনা।
৪। বয়স্ক এবং বিধবা ও স্বামী নিগৃহিতা ভাতার অনলাইন আবেদন সম্পর্কে আলোচনা।
৫। গত মাসের আয়-ব্যয় পর্যালোচনা ও অনুমোদন বিষয়ে আলোচনা।
৬। বিবিধ।
ক্র. নং |
আলোচ্য সূচী |
আলোচনা |
সিদ্ধান্ত |
দায়িত্ব প্রাপ্ত সংস্থা/ ব্যক্তি |
||||||||||||||||||||||||||||||||||||||||||
০১ |
গত সভার কার্য বিবরনী পাঠ ও অনুমোদন ।
|
অদ্যকার সভার শুরুতে বিগত সভার কার্যবিবরনী পাঠ করে শুনান অত্র কমিটির সদস্য সচিব জনাব মোঃ সোহেল রানা। |
বিগত সভার কার্যবিবরী সর্বসম্মতক্রমে অনুমোদিত। |
কমিটির সকল সদস্য |
||||||||||||||||||||||||||||||||||||||||||
০২ |
কাবিটা, কাবিখা ও টি আর প্রকল্পের ৩য় কিস্তির বরাদ্দ নিয়ে আলোচনা। |
সভাপতি সাহেব জানান যে, ২০২৪-২০২৫ ইং অর্থ বছরের কাবিটা-কাবিখা খাতে ৩য় কিস্তির ২,৮৩,০০০/= টাকা ও খাদ্যশস্য ৪.৫০০ মে. টন (চাল) বরাদ্দ পাওয়া গিয়াছে। এই টাকা ও খাদ্যশস্য দিয়ে প্রকল্প নিতে বললে উপস্থিত সকলে সর্বসম্মতি ক্রমে নিম্নোক্ত প্রকল্পসমূহ গ্রহন করা হয়।
|
২০২৪-২৫ ইং অর্থ বছরে ইং অর্থ বছরের কাবিখা-কাবিটা ও টিআর খাতে ২০২৪-২০২৫ অর্থ বছরের ৩য় কিস্তির বরাদ্দ বিষয়ে আলোচনা শেষে উক্ত প্রকল্পগুলো গ্রহণ ও বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। |
তন্তর ইউপির সকল সদস্য ও ইউনিয়ন পরিষদ। |
||||||||||||||||||||||||||||||||||||||||||
০৩ |
ভিডব্লিউবি অনলাইন আবেদন সম্পর্কে আলোচনা।
|
সভাপতি সাহেব জানান যে, ২০২৫ ও ২০২৬ চক্রে তন্তর ইউনিয়ন পরিষদে ভিডব্লিউবি খাতে বরাদ্দকৃত ১০২ টি ভাতাভোগীদের তথ্য অনলাইনে আবেদনের লক্ষ্যে কাগজপত্র গ্রহণ করা হয়েছে। এতোদিন সার্ভার জটিলতার কারণে আবেদন সাবমিট করা যায় নি। তবে এই মাসে আবদন চালু হয়েছে বলে উর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছে। তাই আমাদের স্বচ্ছ ও অগ্রাধিকার ভিত্তিতে তথ্য আপলোড করতে হবে। এবং যাচাই – বাছাইয়ের ক্ষেত্রে গরিব ও অসহায় মহিলাদের অগ্রাধিকার দিতে হবে। |
২০২৫ ও ২০২৬ চক্রে তন্তর ইউনিয়ন পরিষদে ভিডব্লিউবি খাতে বরাদ্দকৃত ১০২ টি ভাতাভোগীদের তথ্য অনলাইনে আবেদনের লক্ষ্যে প্রয়োজনীয় কাগজপত্র গ্রহণপূর্বক ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। |
তন্তর ইউপির সকল সদস্য ও ইউনিয়ন পরিষদ। |
||||||||||||||||||||||||||||||||||||||||||
০৪ |
বয়স্ক এবং বিধবা ও স্বামী নিগৃহিতা ভাতার অনলাইন আবেদন সম্পর্কে আলোচনা। |
সভাপতি সাহেব জানান যে, ২০২৪-২০২৫ ইং বয়স্ক এবং বিধবা ও স্বামী নিগৃহিতা ভাতার অনলাইন চালু হয়েছে। তাই আমাদের ইউনিয়নে যে সকল পুরুষদের বয়স ৬৫ বছর ও মহিলাদের ক্ষেত্রে ৬২ বছর তারা অনলাইনে করতে পারবেন। অনলাইনে আবেদনে বয়স্কদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র নগদ মোবাইল একাউন্ট ও পাসপোর্ট সাইজের ছবি দিয়ে আবেদন করতে হবে। |
২০২৪-২৫ ইং অর্থ বছরে বয়স্ক এবং বিধবা ও স্বামী নিগৃহিতা ভাতার অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন গ্রহণ ও বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। |
তন্তর ইউপির সকল সদস্য ও ইউনিয়ন পরিষদ। |
||||||||||||||||||||||||||||||||||||||||||
০৫ |
গত মাসের আয়-ব্যয় পর্যালোচনা ও অনুমোদন বিষয়ে আলোচনা। |
|
হিসাব নিরীক্ষা ও হিসাব রক্ষণ কমিটির সভাপতি ও অর্থ সংস্থাপন কমিটির সভাপতি কর্তৃক রশিদের মুড়িসহ নগদান বহি পরীক্ষা করা হইয়াছে এবং আয়-ব্যয় হিসাব পর্যালোচনা করিয়া সঠিক পাওয়ায় (মার্চ/২০২৫) মাসের মাসিক হিসাব চূড়ান্ত অনুমোদন করা হইল।
|
তন্তর ইউপির সকল সদস্য ও ইউনিয়ন পরিষদ। |
||||||||||||||||||||||||||||||||||||||||||
০৬ |
সভার সমাপ্তি |
অদ্য আর কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন। |
|
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস