Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Monthly Meeting Work Report - October/24

মাসিক সভার কার্য্য বিবরণী বহি

প্রতিষ্ঠানের নামঃ তন্তর ইউনিয়ন পরিষদ

সভা অনুষ্ঠানের স্থান/ঠিকানাঃ তন্তর ইউপি সভাকক্ষ

সময়ঃ ০২:৩০ টা হইতে ০৪:৩০ পর্যন্ত…......তাং ২৭/১০/২০২৪ ইং


ক্রমিক নং

নাম

পদবী

ঠিকানা

স্বাক্ষর

মন্তব্য

মোঃ আলী আকবর

চেয়ারম্যান

তন্তর

স্বাক্ষরিত


কামরুন নাহার চৌধুরী

সদস্য

সংরক্ষিত ১,২,৩ নং ওয়ার্ড

স্বাক্ষরিত


আলেয়া বেগম

সদস্য

সংরক্ষিত ৪,৫,৬ নং ওয়ার্ড

স্বাক্ষরিত


পারভীন সুলতানা

সদস্য

সংরক্ষিত ৭,৮,৯ নং ওয়ার্ড

স্বাক্ষরিত


শহিদুল ইসলাম

সদস্য

সিংপাড়া ১ নং ওয়ার্ড

স্বাক্ষরিত


হুমায়ুন শিকদার

সদস্য

সিংপাড়া ২ নং ওয়াড

স্বাক্ষরিত


মোঃ আলমগীর হোসেন

সদস্য

সোন্ধারদিয়া ৩ নং ওয়ার্ড

স্বাক্ষরিত


আঃ আজিজ শিকদার

সদস্য

ব্রাহ্মনখোলা ৪ নং ওয়ার্ড

স্বাক্ষরিত


মোঃ সাজ্জাদ হোসেন

সদস্য

পানিয়া ৫ নং ওয়ার্ড

স্বাক্ষরিত


১০

আবুল হোসেন

সদস্য

রুসদী ০৬ নং ওয়াড

স্বাক্ষরিত


১১

মাহমুদ ইউসুফ সাগর

সদস্য

তন্তর ৭নং ওয়ার্ড

স্বাক্ষরিত


১২

মোঃ সফিকুল ইসলাম (মিঠূ)

সদস্য

পাড়াগাঁও ৮ নং ওয়ার্ড

স্বাক্ষরিত


১৩

মোঃ মামুন

সদস্য

পাড়াগাঁও ৯ নং ওয়ার্ড

স্বাক্ষরিত


অধিবেশনের আলোচ্য বিষয় সমূহঃ

 

১। বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন প্রসঙ্গে।

২। মাতৃত্বকালীন ভাতাভোগীর তালিকা প্রেরণ সম্পর্কে আলোচনা।

৩। টিসিবি কার্ড হালনাগাদ সম্পর্কে আলোচনা।


ক্র. নং

আলোচ্য সূচী

আলোচনা

সিদ্ধান্ত

দায়িত্ব প্রাপ্ত সংস্থা/ব্যক্তি

০১

গত সভার কার্য বিবরনী পাঠ ও অনুমোদন।


অদ্যকার সভার শুরুতে বিগত সভার কার্যবিবরনী পাঠ করে শুনান অত্র কমিটির সদস্য সচিব জনাব মোঃ সোহেল রানা।

বিগত সভার কার্যবিবরী সর্বসম্মতক্রমে অনুমোদিত।

কমিটির সকল সদস্য

০২

মাতৃত্বকালীন ভাতাভোগীর তালিকা প্রেরণ সম্পর্কে আলোচনা

        উপস্থিত সদস্যবৃন্দের মধ্যে সদস্য সচিব বলেন, সরকার পিছিয়ে পড়া দরিদ্র, অসহায় মানুষদের আর্থিক স্বচ্ছলতা বৃদ্দির লক্ষ্যে বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচী গ্রহণ করে আসছে। এই কর্মসূচীর আওতায় অন্যতম একটি সেবা কার্যক্রম হলো মাতৃত্বকালীন ভাতা প্রদান। আমাদের ইউনিয়নে অক্টোবর মাসে ২০ টি ভাতাভোগীর নামের বরাদ্দ এসেছে। আমাদের ইউনিয়নে অসহায় ও দরিদ্র পরিবারের গর্ভবতী মায়েদের  অগ্রাধিকার ভিত্তিতে প্রেরণ করার সীদ্ধান্ত গৃহীত হয়। অতপর ২০ টি পরিবার নির্বাচন করা হয়। তাদের অলনাইনে রেজিষ্ট্রেশন পূর্বক মাতৃত্বকালীন ভাতা কার্ডসহ তথ্য পূরণ করে জমা প্রদান করার সীদ্ধান্ত গৃহীত হয়।  

মাতৃত্বকালীন ভাতাভোগীর তালিকা প্রস্তুত করার ক্ষেত্রে অসহায় ও দরিদ্র পরিবারের গর্ভবতী মায়েদের  অগ্রাধিকার প্রদান ও সঠিকভাবে সম্পন্ন করে উক্ত তালিকা যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রেরন করার জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহন করা হয়।

তন্তর ইউপির সকল সদস্য ও ইউনিয়ন পরিষদ।

০৩

টিসিবি কার্ড হালনাগাদ সম্পর্কে আলোচনা

       অদ্যকার সভায় চেয়ারম্যান সাহেব জানান যে, আমাদের ইউনিয়নে বরাদ্দ কৃত ৪২৮ টি টিসিবি কার্ড রয়েছে। উহা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনান্তে উক্ত বরাদ্দকৃত টিসিবি কার্ডধারীগণের জাতীয় পরিচয়পত্র, নিজ মোবাইল নাম্বার ও স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্র সংগ্রহ পূর্বক জন্ম তারিখ লিপিবদ্ধ করার প্রয়োজন বিধায় কার্ডধারীর জাতীয় পরিচয়পত্র, নিজ মোবাইল নাম্বার ও স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণের সীদ্ধান্ত গৃহীত হয়। এবং যে সকল কার্ডধারীর তথ্য পাওয়া যাচ্ছে না, সেগুলো পরিবর্তন করে নতুন কার্ডধারী সংযুক্ত করে সংশোধনপূর্বক পুনরায় তালিকা পরীক্ষা-নিরিক্ষান্তে সম্পন্ন করার জন্য সভায় সর্বসম্মতিক্রমে সীদ্ধান্ত গৃহীত হয়।


টিসিবি কার্ড হালনাগাদ করার জন্য কার্ডধারীগণের জাতীয় পরিচয়পত্র, নিজ মোবাইল নাম্বার ও স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্র সংগ্রহ পূর্বক জন্ম তারিখ লিপিবদ্ধ করার প্রয়োজন বিধায় উক্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংগ্রহ করার পদক্ষেপ গ্রহণের জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহন করা হয়।

তন্তর ইউপির সকল সদস্য ও ইউনিয়ন পরিষদ।

০৪

সভার সমাপ্তি ঘোষণা।

অদ্যকার সভায় আর কোন আলোচনা না থাকায় সভাপতি মহোদয় উপস্থিত সকল সদস্যদের শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করিয়া অদ্য সভা সমাপ্তি ঘোষনা করেন।



সভাপতি সাহেব